সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক বিমানবন্দরে মঙ্গলবার ইয়েমেনের বিদ্রোহীদের এক হামলায় নয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। বিমানবন্দরে বিদ্রোহীদের ধারাবাহিক হামলার ক্ষেত্রে এটি হচ্ছে তাদের সর্বশেষ হামলা। খবর এএফপি’র।
সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত সামরিক জোটের এক বিবৃতিতে বলা হয়, ‘আবহা বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় নয়জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে আটজন সৌদি ও ভারতীয় পাসফোর্ট থাকা একজন রয়েছে।’
এরআগে, ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা জানায়, তারা আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে যুদ্ধবিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হুতিদের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানায়।
উল্লেখ্য, সৌদি আরবের প্রতিবেশি দেশ ইয়েমেনের বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত বরাবর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে।
গত ১২ জুন আবহা বিমানবন্দরে বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক আহত হয়।
এছাড়া গত ২৩ জুন আবহা বিমানবন্দরে বিদ্রোহীদের আরেকটি হামলায় সিরিয়ার এক নাগরিক নিহত ও আরো ২১ জন বেসামরিক নাগরিক আহত হয়।