সৌদি মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

Saudi Arabia's Crown Prince Mohammed bin Salman Al Saud is seen during a meeting with U.N Secretary-General Antonio Guterres at the United Nations headquarters in the Manhattan borough of New York City, New York, U.S. March 27, 2018. REUTERS/Amir Levy - RC19D23D4980

ডিক্রি জারি করে সৌদির মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল। করেছেন দেশটির বাদশা মোহাম্মদ বিন সালমান। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো তিনি তার মন্ত্রীসভায় এ পরিবর্তন আনলেন।

শনিবার (২ জুন) ভোরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মন্ত্রী পরিষদের ওই রদবদল আনা হয়।

প্রজ্ঞাপনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দুটি আলাদা আলাদা মন্ত্রণালয় ঘোষণা করেন বাদশাহ। পবিত্র নগরী মক্কা ও মদীনার দায়িত্ব এতোদিন এককভাবে ছিলো বাদশাহ’র হাত, যা এবার রাজপরিবারের কাছে ন্যস্ত হলো।

এছাড়া বিশেষ সংরক্ষিত এলাকার দেখাশোনায় একটি কাউন্সিল গঠিত হয়েছে। যার মূল দায়িত্বে যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এদিকে মন্ত্রিসভার রদবদলে সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন- প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সৌদ। নতুন শ্রমমন্ত্রী বিখ্যাত ব্যবসায়ী পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার আহমেদ বিন সুলায়মান আল রাজি। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রী হয়েছেন শেখ আবদুল লতিফ আল শেখ। শুরা কাউন্সিলের ডেপুটি স্পিকার হলেন আবদুল্লাহ বিন সালিম আল মুতানি।

এছাড়াও মন্ত্রিসভা ও প্রশাসনিক প্রায় ২০টি পদে এসেছে পরিবর্তন।

রাসেল/