সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা, নিহত ৩

সৌদি রাজপ্রাসাদে একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়েছে, শনিবার ০৭ অক্টোবর সৌদি রাজপ্রাসাদে হামলার চেষ্টা চালায় এক গুপ্তঘাতক। এতে হামলাকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। তবে রাজধানী জেদ্দার সমুদ্র উপকূলবর্তী আল-সালাম রাজপ্রাসাদে এ হামলা চেষ্টার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ।

এদিকে সামাজিক মাধ্যমে হামলার খবর ছড়িয়ে পড়লে সৌদি আরবে অবস্থানরত নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

দূতাবাস বলেছে, চলমান পুলিশি তৎপরতার বিষয়টি বিবেচনায় ওই এলাকায় আমেরিকান নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

আজকের বাজার: আরআর/ ০৭ অক্টোরব ২০১৭