তুরস্কের ইস্তাম্বুলে গত বছর সৌদি দূতাবাসে ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক জামাল খাসোগিকে হত্যায় সোমবার পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত।
রাষ্ট্রীয় টেলিভিশন আল-একবারিয়া এক প্রতিবেদনে জানিয়েছেন, এ মামলায় আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। তবে সবাই এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এ হত্যাকাণ্ডে সৌদি আরবের এজেন্টরা সরাসরি সম্পৃক্ত থাকায় আন্তর্জাতিক মহল সৌদি যুবরাজের কড়া সমালোচনা করে। যদিও সৌদি বরাবরই এ হত্যাকাণ্ডে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছে।সূত্র:ইউএনবি
আজকের বাজার/লুৎফর রহমান