সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আরো একজন গুরুতর আহত হয়েছেন এ দুর্ঘটনায়।
নিহত দুইজন হলেন- জাকের আলী এবং আব্দুল হান্নান। আর দুর্ঘটনায় আহত হয়েছেন শাওন। তারা তিনজনই মৌলভীবাজারের বাসিন্দা। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদে বাংলাদেশ দূতাবাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহত জাকের আলী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউপির আমুলি গ্রামের নছিম আলীর ছেলে। আব্দুল হান্নান এর বাড়ি জুড়ি উপজেলায়। এছাড়া গুরুতর আহত শাওন আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে। রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি। নিহত জাকের আলীর ভাই মোজাহিদ আহমদ জানান, মাত্র পাঁচ থেকে ছয় মাস আগে পরিবার ও নিজের ভাগ্য বদলের আশায় সৌদি আরব এসেছিলেন জাকের আলী।
আজকের বাজার/শারমিন আক্তার