ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হ্যামিল্টন টেস্ট হারলো সফরকারী বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৫২ রানে হারলো টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
৪৮১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ১৪৯ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১৪৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেও বাংলাদেশকে ইনিংস হার থেকে রক্ষা করতে পারেননি।
এছাড়া তামিম ইকবাল ৭৪ ও সাদমান ইসলাম ৩৭ রান করেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ১২৩ রানে ৫ উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান করে। ৬ উইকেটে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিলো নিউজিল্যান্ড।
ওয়েলিংটনে আগামী ৮ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।