সৌরভ গাঙ্গুলী আইসিসি চেয়ারম্যান হিসেবে আদর্শ ব্যক্তি মনে করছেন কুমার সাঙ্গাকারাকে

ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি সড়ে দাঁড়ান ভারতের শশাঙ্ক মনোহর। তার পদত্যাগের পর কাউকেই নিয়োগ দেয়া হয়নি। তবে সম্ভাব্য আইসিসি প্রধান হিসেবে উঠে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর নাম। বিশ্ব ক্রিকেটের অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও আইসিসির বড় পদে গাঙ্গুলীকে দেখতে চান। এবার সেই তালিকায় নাম লেখালেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সাঙ্গাকারা।

সাঙ্গাকারা বলেন, ‘আমার মনে হয়, আইসিসির বড় পদের যোগ্য গাঙ্গুলী। সেই বড়সড় পরিবর্তন আনতে পারবে। আমি দাদার অনেক বড় ভক্ত। তা শুধুমাত্র ক্রিকেটার হবার জন্যই নয়, মানুষ হিসেবেও দুর্দান্ত সে।

তাছাড়া, দুর্দান্ত ক্রিকেট মস্তিস্ক আছে গাঙ্গুলীর। মাঠের ভেতর ও বাইরের কাজটা দারুনভাবে বুঝতে পারে সে। তার হৃদয়ে ক্রিকেটের স্বার্থই বেশি প্রাধান্য পায়। সেটি বিসিসিআই বা ইসিবি বা শ্রীলংকা বা অন্য কোনও দেশের ক্রিকেট বোর্ড বা আইসিসি, যে দায়িত্বই নিতে হোক না কেন, গাঙ্গুলী ক্রিকেটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে।’

আইসিসিতে ক্রিকেটের স্বার্থেই কাজ করা উচিত বলে মনে করেন সাঙ্গাকারা। আর সেই গুনাবলী গাঙ্গুলীর পুরোপুরিভাবে আছে বলে মনে করেন সাঙ্গা, ‘ক্রিকেটের স্বার্থেই আইসিসির কাজ করা উচিত। মানসিকতা পুরোপুরি আন্তর্জাতিক হওয়া উচিত। আমি কোন দেশ থেকে দায়িত্ব পালন করছি, সেটি বড় কথা নয়।

কোনভাবেই পক্ষপাতিত্ব করা ঠিক নয়। আমি ভারত, শ্রীলংকা বা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড থেকে আসি না কেন, সবার আগে মনে রাখতে হবে, বিশ্বের সকল দেশের স্বার্থেই কাজ করতে হবে। এসব গুনাবলী গাঙ্গুুলীর মধ্যে আছে।’

বিশেষ গুনাবলীর কারনে গাঙ্গুুলীই আইসিসির সভাপতি পদে যোগ্য বলে জানান সাঙ্গাকারা। তিনি বলেন, ‘ক্রিকেট খেলার ভিত্তিই হল সমর্থক ও দর্শক। বিসিসিআই সভাপতি হবার আগেই গাঙ্গুুলীর কাজ আমি লক্ষ্য করেছি। প্রশাসক হিসেবে কাজ করা ও বিশ্ব জুড়ে ক্রিকেটারদের সাথে ও সম্পর্ক তৈরি করতে দারুন দক্ষ সে। এমসিসি ক্রিকেট কমিটিতেও দেখেছি তাকে। আমার মনে তো, কোনও সন্দেহ নেই যে আইসিসি চেয়ারম্যান পদে গাঙ্গুুলীই যোগ্য প্রার্থী।’ খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান