নতুন করে ৮ হাজার বর্গফুট কারখানা সম্প্রসারন ও ১০০ কিলো ওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করবে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানি সূত্রে এতথ্য জানা গেছে।
শনিবার ১০ নভেম্বর, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ১২৭ তম বোর্ড সভায় এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে গাজীপুরের কোনাবাড়িস্থ কোম্পানির নিজস্ব ফ্যাক্টরি বিল্ডিং এর ৫ম তলায় আরো আট হাজার বর্গফুট সম্প্রসারিত করা হবে।
এছাড়াও প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ১০০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন গ্রিন এনার্জি হিসেবে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এখান থেকে নিজস্ব প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রীডে যুক্ত করা হবে।