বাংলাদেশ স্কাউট এর প্রেসিডেন্টস পদক প্রাপ্তদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব টপ এচিভার স্কাউটসের (বি-এটাস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর কাকরাইলের ‘স্কাউট ভবনে’ এ সভা হয়।
এসময় জাতীয় নির্বাহী এটাস কমিটির সদস্য ও আঞ্চলিক প্রধান হিসেবে মনোনিত করা হয়েছে প্রতিক দত্তকে। প্রতিক ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ, সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিবসহ স্কাউট সংশ্লিষ্ট উর্ধ্বতন ব্যক্তিরা।
প্রতিক দত্ত বি-এটাসের আঞ্চলিক প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।
আজকের বাজার: মোরাদ/ এসএস ১৩ জানুয়ারি ২০১৮