স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে ৪ যুবক আটক

ভারতের মধ্যপ্রদেশে দেবাস জেলায় স্কুল থেকে বাসায় ফেরার পথে এক ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ করেছে চার বখাটে।

১৬ জুলাই স্কুলে যাওয়ার পর ১৫ বছরের ওই কিশোরী বাড়ি ফিরে না আসায় তার পরিবার স্থানীয় নেমাওয়ার থানায় অভিযোগ করে। খবর এনডিটিভির।

থানার ইন্সপেক্টর সাজ্জান সিং মুকাতি গণমাধ্যমকে জানান, ১৬ জুলাই স্কুল শেষে বাসায় ফেরার পথে বাসে একা পেয়ে কন্ডাক্টর প্রথমে তাকে ধর্ষণ করে। বাস থেকে নামার পর রাস্তায় একা পেয়ে দুই তরুণ মোটরসাইকেল আরোহী তাকে জোর করে গ্রামের ভেতর নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

এর পর সেখান থেকে হেঁটে বাড়ির ফেরার পথে অপর মোটরসাইকেল আরোহী আবার তাকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চার ধর্ষককে আটক করেছে।

আজকের বাজার/আরআইএস