বরিশালে ৭ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে এ রায় দেন বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ।
তবে দণ্ডপ্রাপ্ত আসামি বরিশাল নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে রাব্বী হাওলাদার এখনো পলাতক রয়েছে।
মামলার নথির বরাত দিয়ে আদালতের সহকারী আজিবুর রহমান জানান, মুলাদী উপজেলার প্যাদারহাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রীর সাথে মোবাইল ফোনে পরিচয় হয় বখাটে রাব্বীর। প্রেমের ফাঁদে ফেলে ২০১৩ সালের ২৪ এপ্রিল স্কুলের সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করে রাব্বী। পরে বরিশালের লাকুটিয়া এলাকায় বিভিন্ন স্থানে রেখে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে একই বছরের ২৭ এপ্রিল বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। ২৮ জুন আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই ইদ্রিস আলী। ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই আদেশ দিয়েছেন।
আজকের বাজার/এমএইচ