সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার দায়ে আব্দুস সোবহান ঢালী (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সে শ্যামনগর উপজেলার চালতেঘাটার আব্দুর রহমান ঢালীর ছেলে।
বুধবার (১৬ মে) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক রয়েছেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৪ নভেম্বর সাতক্ষীরা পৌরসভার বাকাল বারুইপাড়ার এক স্কুলছাত্রীকে স্কুলে যাওয়ার সময় প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে আব্দুস সোবহান ঢালী। ওই ছাত্রীর চিৎকার শুনে তাকে উদ্ধার করে এলাকাবাসী। তবে পালিয়ে যায় আব্দুস সোবহান। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা অপহরণ মামলা দায়ের করেন।
এ মামলায় সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে উক্ত শাস্তি দেয়।
আরএম/