সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নীলা রায় নিহতের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে মানিকগঞ্জের আরিচা থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম পালোয়ান সাভার পৌরসভার পালপাড়া এলাকার হাফেজ পালোয়ানের ছেলে।
তবে, এখনও পলাতক রয়েছেন হত্যাকাণ্ডের মূলহোতা মিজানুর রহমান।
অভিযোগ অনুযায়ী, সেলিম সরাসরি মিজানের সাথে স্কুলছাত্রীকে হত্যায় অংশ নেয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সন্ধানে অভিযান চলছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি আরও জানান, আলোচিত এ হত্যার ঘটনায় ইতোমধ্যে ছায়া তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।