স্কুলেই ৮ মাস গণধর্ষণ করেছে শিক্ষক-সহপাঠীরা

ভারতের বিহারে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক ও ক্লাসের সহপাঠীদের মাধ্যমে স্কুলেই আট মাস যাবৎ গণধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী।

বিহারের সারন জেলার বাসিন্দা ওই ছাত্রীর অভিযোগ, স্কুলের ল্যাবরেটরিতে ক্লাস করছিল সে। এ সময় ল্যাবরেটরি ফাঁকা থাকায় তার তিন সহপাঠী ধর্ষণ করে তাকে।

স্থানীয় সংবাদমাধ্যমে জানা গেছে, বিহারের সারন জেলার একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী। ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ডিসেম্বর মাসে।

পুরো ঘটনার ভিডিও করে রাখে তারা। কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিও দেয়। এ কারণে কাউকে কিছু বলতে পারে নি সে।

এভাবেই ধর্ষণের ওই ভিডিওটি দেখিয়ে তাকে ধর্ষণ করে তার স্কুলের দুই শিক্ষক।

কিন্তু কয়েকদিন পরেই অভিযুক্ত ওই তিন ছাত্র ভিডিওটি স্কুলের কয়েকজনের মধ্যে ছড়িয়ে দেয়। এর পরে ওই ছাত্রীকে তার অন্য সহপাঠীরা ভিডিওটি দেখিয়ে ব্ল্যাকমেল করে গণধর্ষণ করে।

এভাবে প্রতিনিয়ত বিভিন্ন জনের মাধ্যমে ধর্ষণের শিকার হয়ে সে তার স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানাতে যায়।

কিন্তু সেখানেও প্রধান শিক্ষকের মাধ্যমে সে ধর্ষণের শিকার হয়। এরপর ওই ছাত্রীকে এসব বিষয়ে মুখ বন্ধ রাখতে বলেন প্রধান শিক্ষক।

এর পরে কোনো উপায় না দেখে ওই ছাত্রী স্থানীয় একটি মহিলা থানায় অভিযোগ করে। তার অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সহপাঠীসহ ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

পরে ভুক্তভোগী ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

আজকের বাজার/আরআইএস