রাজধানীর কেরানীগঞ্জে সোমবার দুপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইবোন নিহত এবং তাদের বাবা আহত হয়েছেন।
দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর দুই ছেলেমেয়েকে নিয়ে বাবা মো. ডালিম বাড়ি ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর মোল্লারপুল এলাকায় পৌছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- মো. ডালিমের মেয়ে আফিফা আক্তার আফরিন (৯) ও ছেলে আফসার আহমেদ (৬)। আফরিন হাসনাবাদ কসমোপলিটান স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী। আফসার একই প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির ছাত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবং ডালিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজকের বাজার/এমএইচ