সাতক্ষীরার তালা উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহনা পাল(৭)তালা উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে ও শ্রীমন্তকাটি সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের ছাত্রী।
স্কুলের প্রধান শিক্ষক সাইফুল্লাহ সরদারের বরাতে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মেহেদী রাসেল জানান, বেলা সাড়ে ১১টায় স্কুল ছুটি শেষে মোহনা পাল বাড়ি ফিরে যাওয়ার সময় পথিমধ্যে বটতলা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান