রোদেলা দুপুরে ক্লান্ত শরীরে হেঁটে আসা বহুদূর দুঃখকে ভুলে হাতে হাত ধরে গেয়ে জাওয়া প্রিয় গান ‘স্কুল পালানো প্রেম’ গ্রাম গঞ্জে যেন স্কুলের সামনেই বেজে চলছে।
যতদিন যাচ্ছে ততই যেন ভিউয়ের মাত্রা বেড়ে চলেছে ‘স্কুল পালানো প্রেম’ মিউজিক ভিডিওর। প্রতি মিনিটে মিনিটে যেন ভিউয়ের বন্যা হচ্ছে।
কোন প্রমোশন ছাড়াই ২ লক্ষ ভিউ অতিক্রম করলো তরুন মডেল অভিনেতা বিজয় খানের প্রথম অভিনীত মিউজিক ভিডিও ‘স্কুল পালানো প্রেম’।
রন’স মিউজিকের ব্যানারে প্রকাশিত তরুন প্রতিভাবন কন্ঠশিল্পী জনি’র গাওয়া। সিয়াম রানার কথায় ‘স্কুল পালানো প্রেম’ শিরোনামের গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অমিত।
সোহেল রানা পরিচানয় এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বিজয়, হিমু ও ইশা।
আজকের বাজার/আরআইএস