স্কুল শিক্ষিকার জন্মদিনে বিরিয়ানি খেয়ে ৪০ ছাত্রী হাসপাতালে

Children lie on hospital beds as they receive treatment after complaining of breathlessness and eye irritation following a gas leak from a fuel tanker in New Delhi, India, May 6, 2017. REUTERS/Stringer

কলকাতার চন্দননগরে গত রোববার রাতে শিক্ষিকার জন্মদিনের বিরিয়ানি খেয়ে ৪০ স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় চন্দননগর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক চিকিৎসার পর রাতেই ৩০ জনকে ছেড়ে দেয়া হয়। আর বাকি ১০ জনকে ছাড়া হয় সোমবার সকালে।

এ ঘটনা আনন্দবাজার জানিয়েছে, রোববার রাতে এক শিক্ষিকার জন্মদিন উপলক্ষে ছাত্রী হোস্টেলের সবাইকে নিয়ে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। আবাসিক ছাত্রীর জন্য সন্ধ্যায় ছিল কেক-মিষ্টির আয়োজন। আর রাতের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি।

চিকেন বিরিয়ানি খাওয়ার পর এক ছাত্রীর রাত ১১টার দিকে বমি হয়। তারপর এক এক করে সকল ছাত্রী বলতে শুরু করে তাদেরও শরীর খারাপ লাগছে। পরে স্কুল কর্তৃপক্ষ অসুস্থদের হাসপাতালে নিয়ে যান।

চন্দননগর মহকুমা হাসপাতালের সুপার জগন্নাথ মণ্ডল বলেন, গরমে অতিরিক্ত তেলজাতীয় খাবার খেয়েছিল সবাই। হজম না হওয়াতেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে।

স্কুলের ওই বিরিয়ানিতে কোনো সমস্যা ছিল কিনা তা যাচাই করতে সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চারজনের একটি প্রতিনিধিদল স্কুল পরিদর্শনে যায়। পচা মাংসকাণ্ডের জেরে চন্দননগর শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালানো হচ্ছে। অনেক হোটেল থেকে বাসি মাংসসহ অন্য খাবারও মিলছে। সিলগালা করে দেয়া হয়েছে অনেক হোটেল।

আজকের বাজার/আর আই এস