স্কুল হ্যান্ডবলের শিরোপা জয় করল সানিডেইল ও ভিকারুননিসা

২৮তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে বালক বিভাগে শিরোপা জয় করেছে সানিডেইল। বালিকা বিভাগে শিরোপা ধরে রেখেছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের সমাপনী  দিনে আজ বালক বিভাগের ফাইনালে সানিডেইল ২৬-১৯ গোলে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে আহিয়ান সর্বোচ্চ ১১ টি এবং বিজিত দলের পক্ষে সিয়াম সর্বোচ্চ ১২ গোল করেন।
বালিকা বিভাগের ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ১৩-১১ গোলে সানিডেইলকে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রেখেছে। বিজয়ী দলের পক্ষে সুমাইয়া সর্বোচ্চ ৮ টি এবং বিজিত দলের পক্ষে সর্বোচ্চ ৪ টি গোল করেন সামাহা।
বালক বিভাগে সানিডেইলের আহিয়ান এবং বালিকা বিভাগে ভিকারুননিসার সুমাইয়া আক্তার টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
আজ পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের প্রধান বিপনন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। (বাসস)