স্কয়ার ফার্মার ৪৯ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মার ৩০ জুন,১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা ক্লাবের স্যামসন হলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান সামিউল এস চৌধুরীর সভাপতির বক্তিতায় বলেন, স্কয়ার বিনিয়োগকারীদের সাথে ছিলো এবং আছে।স্কয়ারের উপর আপনাদের যে আস্থা আছে সেটা আপনারা রাখবেন। আমরা সব সময় ভালো করার চেষ্টা করি।

তিনি আরো বলেন, আমাদের কর্মচারীরা খুবই বিশ্বস্থ ।তারা তাদের সব টুকু দিয়ে চেষ্টা করে।আমরা বিনিয়োরকারীদের সহযোগীতা চাই । এ দীর্ঘ পথ চলার জন্য আপনাদেরকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান রতনা পাতরা, ম্যানেজিং ডিরেক্টর তপন চৌধুরী, ডিরেক্টর আনজান চৌধুরী, ডিরেক্টর কাজী ইকবাল হারুন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এস এম রেজাউর রহমান এবং কোম্পানি সেক্রেটারী খন্দকার হাবীবুজ্জামান প্রমুখ।

উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় কোম্পানির ২০১৮-২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৪২ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।

সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৩ পয়সা। এনএভি হয়েছে ৮৬ টাকা ৩ পয়সা।