সুইডেনে শনিবার পরমাণু আলোচনা কেন্দ্র করে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। পিয়ংইয়ং বলেছে, আলোচনা ভেঙে গেছে। কিন্তু ওয়াশিংটন বলেছে, ‘ভালো আলোচনা’ হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নারী মুখপাত্র মরগান ওর্তেগাস বলেছেন, দুই সপ্তাহ সময়ের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে সুইডেনে বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয় যুক্তরাষ্ট্র।
গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের কয়েক মাস পরে এবং বুধবার পিয়ংইয়ংয়ের ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার পরে এই আলোচনা অনুষ্ঠিত হলো।
উত্তর কোরিয়ার প্রধান মধ্যস্থতাকারী কিম মেয়ং গিল স্টকহোমে সাংবাদিকদের বলেন, ‘আলোচনা আমাদের প্রত্যাশা পূরণ করেনি এবং কোন ফলাফল ছাড়াই আলোচনা শেষ পর্যন্ত ভেঙে গেছে। এজন্য পুরোপুরি দায়ী যুক্তরাষ্ট্র, তারা তাদের পুরনো অবস্থান ও আচরণ থেকে সরে আসেনি।’
গিল বলেন, তারা আমাদের বিভ্রান্ত করেছে, আলোচনা টেবিলে আমাদের বিষয়গুলো না তুলে হতাশ করেছে।
তিনি বলেন, উত্তর কোরিয়া সংলাপ অথবা সংঘাতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
গিলের প্রতিপক্ষ ছিলেন ট্রাম্পের দূত স্টিফেন বেইগুন।