বল বিকৃতি কাণ্ডের পরে জাতীয় দলের নেতৃত্ব হারিয়েছেন। এখনও ফিরে পাননি সেই নেতৃত্ব। তার আগেই অবশ্য আইপিএলে পুরো মশুমের জন্য স্টিভ স্মিথকে অধিনায়ক ঘোষণা করে দিল রাজস্থান রয়্যালস।
রাহানের অধিনায়কত্বে রাজস্থান রয়্যালস শুরুটা ভাল করলেই মাঝপথে টানা হেরে পিছিয়ে পড়েছিল। সেই সময়েই স্মিথকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। স্মিথেক ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালস তারপর টানা চারটে ম্যাচে জিতে প্রত্যাবর্তন ঘটিয়েছিল।
কিছুদিন আগেই রাজস্থান রয়্যালসের কোচের দায়িত্বে আনা হয়েছে অ্যান্ডু ম্যাকডোনাল্ড। তিনিই সংবাদসংস্থাকে জানিয়েছেন, “গত মশুমে স্মিথের অধিনায়কত্বে দলের বদল দেখে ওই অটোমেটিক চয়েস ছিল। অধিনায়কত্বের দৃষ্টিভঙ্গিতে দেখলে, ধারাবাহিকতা একটি বিষয়। দলের বোলার এবং ফিল্ডারদের মানসিকতা স্মিথ ভাল বুঝতে পারে। দলের ক্রিকেটারদের মানসিকতা বুঝতে পারা নেতৃত্বের জন্য দারুণ গুরুত্বপূর্ণ।”
আজকের বাজার/লুৎফর রহমান