বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সেবাকে আরও জনবান্ধব ও সহজীকরণ করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানির আয়োজন করেছে বিএসটিআই। আজ রাজধানীর তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) মোঃ তাহের জামিল। এতে বিএসটিআই’র পরিচালক (মেট্রোলজি) মোঃ আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (সিএম) মোঃ সাজ্জাদুল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, জনসন এন্ড জনসন, ট্রান্সকম এন্ড বেভারেজ লিমিটেড, ওমেগা এক্সিম লিমিটেড, ড্যানিশ ফুডস লিমিটেড, আরএফএল গ্রুপ, লালমাই গ্রুপসহ বিভিন্ন ব্যবসায়ী ও সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বিএসটিআই’র সেবা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান