মঙ্গলবার ৩০জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার জানিয়েছেন, তাঁর প্রথম বার্ষিক ভাষণে অভিবাসন এবং বাণিজ্যকে গুরুত্ব দেবেন।পাশাপাশি,এসব ইস্যুতে ডেমোক্র্যাটদের সমর্থন আশা করেন তিনি।
স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী হিসেবে অ্যালেক্স আজারের শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি নিরপেক্ষ অভিবাসন নীতি করতে চান।যুক্তরাষ্ট্রে যাতে বিদেশিরা আরো বেশি করে বিনিয়োগ করেন সেই চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্প।সূত্র:রয়টার্স
আজকের বাজার:এসএস/৩০জানুয়ারি ২০১৮