স্টেডিয়ামে হঠাৎ হেলিকপ্টার

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ঢাকা ডাইনামাইটসের অনুশীলন চলছিল। মোহাম্মদ আমির বল ছেড়ে সবে ব্যাট ধরেছেন। সাকিব সাজঘর থেকে নেটের দিকে যাচ্ছেন। হঠাৎ উড়ে এল ২টি হেলিকপ্টার। এতে সাকিবরা কিছুক্ষণের জন্য থমকে গেলেন।
হেলিকপ্টার দুইটি ধীরে ধীরে আকাশ থেকে মাটিতে অবতরণ করলে নিরাপত্তাকর্মীরা ছুটে গিয়ে জানতে চান, তারা কারা। এসময় মাঠে হেলিকপ্টার আসার কোন তথ্য তাদের কাছে না থাকায় ভরকে গিয়েছিলেন নিরাপত্তাকর্মীরা।
এভাবে ‘অনুমতি ছাড়া’ অনুশীলনের সময় হেলিকপ্টার অবতরণ করায় বিসিবির নিরাপত্তাকর্মীরা বিব্রত। তাদের হৈ-চৈ দেখে ক্যাপ্টেন আশরাফও বিপাকে পড়েন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ১০ মিনিট ধরে বলছি তারা কপ্টার বন্ধ করছেন না। পাইলটরা বলেছেন তারা নাকি রংপুর রাইডার্সের মালিককে নিতে এসেছেন।
কপ্টারের সঙ্গে ছিলেন ক্যাপ্টেন আশরাফ এবং ক্যাপ্টেন মোস্তাফিজ। আশরাফ বলেন, আমাদের বলা হয়েছিল এই সময় অনুশীলন নেই তাই ঢুকে পড়েছি। আসলে ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়েছে। তিনি জানান, হেলিকপ্টার দুইটি বসুন্ধরা গ্রুপের।
আজকের বাজার: সালি / ২৬ নভেম্বর ২০১৭