স্টোকসের মতো ভুল যেন আর কেউ না করে

অ্যাশেজের তৃতীয় টেস্ট মাঠে গড়াবে আগামীকাল বৃহস্পতিবার। এই ম্যাচের মধ্যদিয়ে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসাবে ১৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন অ্যালিস্টার কুক। মাইলফলকের ম্যাচে নামার আগে স্টোকসের ঘটনা থেকে দলের অন্যদের শিক্ষা নেয়ার আহবান জানান তিনি।

‘ব্যাড বয়’ বেন স্টোকসের ঘটনাবলি তার দেশের দুনিয়াটাই পাল্টে দিয়েছে বলে স্বীকার করেছেন কুক। তাই তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, দলের কেউ যেন আর এমন ভুল না করেন।

একটি পানশালায় মারামারি করে বর্তমানে জাতীয় দলে নিষিদ্ধ ইংলিশ তারকা অলরাউন্ডার স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাশেজে তার অভাব টের পাচ্ছে দল। প্রথম ২ টি টেস্টেই হেরে সিরিজ হাতছাড়া হওয়ার উপক্রম।

কুক বলেন, এটা (স্টোকসের ঘটনা) একটি খুব অদ্ভুত ব্যাপার হয়েছে। সেপ্টেম্বর থেকে ইংলিশ ক্রিকেট দলের জন্য দুনিয়াটাই পাল্টে গেছে। সত্যিই বলতে গত কয়েক মাস ধরে আমরা সেটা বুঝতে পারছি ।

বর্তমানে জাতীয় দলে নিষিদ্ধ থাকলেও নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলছেন স্টোকস। পুলিশি তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই ’ব্যাড বয়ের’ ব্যাপারে সিদ্ধান্ত হবে। স্টোকসের ঘটনার পর আরও ২ জন ইংলিশ ক্রিকেটার বিতর্কে জড়িয়েছেন। উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও ওপেনার বেন ডাকেট।
আজকের বাজার: সালি / ১৩ ডিসেম্বর ২০১৭