প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা খেলোয়ারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা খেলোয়ার বাছাই করে ওয়েবসাইটটি।
সেই তালিকায় এবার বাংলাদেশি কেউ স্থান পাননি। তবে গত বছর ধারাবাহিকভাবে খেলায় পরিসংখ্যানের ভিত্তিতে স্ট্যাটগুরুর অ্যাওয়ার্ড পেয়েছেন মুশফিকুর রহিম।
গত বছর ১৬ ইনিংসে মুশফিক ৫৪ দশমিক ৭১ গড়ে রান করেছেন ৭৬৬। এই সময়ে মাত্র একবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন। আর ২০ রানের আগে আউট হয়েছেন মাত্র দুইবার, ১০ ইনিংসে ২৫ পার করেছেন।
সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত হয় সেরা খেলোয়ার।
ক্রিকইনফোর বিজয়ীরা হলেন- স্টিভেন স্মিথ, নাথান লায়ন, হিথার নাইট, ফখর জামান ও মোহাম্মদ আমির।
গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়ে ভূমিকা ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংস। আর এই ইনিংসই ছিল বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স।
টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন নাথান লায়ন। বেঙ্গালুরুতে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন।
ওয়ানডেতে সেরা ব্যাটিংয়ের তকমা পেয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ফখর জামান। জামানের অপরাজিত ১১৪ রানের ইনিংস এই পুরস্কার পেতে সহায়তা করেছে।
একইভাবে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটিও গেছে পাকিস্তানে। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড।
ক্রিকইনফোর অ্যাওয়ার্ড বিজয়ী যারা
১. সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্স-স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
২. সেরা টেস্ট বোলিং অ্যাওয়ার্ড-নাথান লায়ন (অস্ট্রেলিয়া)
৩. ওয়ানডের সেরা ব্যাটিং পারফরম্যান্স-ফখর জামান (পাকিস্তান)
৪. ওয়ানডেতে সেরা বোলিং পারফরম্যান্স-মোহাম্মদ আমির (পাকিস্তান)
৫. সেরা অধিনায়ক-হিদার নাইট (ইংল্যান্ড)
৬. টি-টোয়েন্টির সেরা ব্যাটিং পারফরম্যান্স- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
৭. টি-টোয়েন্টির সেরা বোলিং পারফরম্যান্স-যুবেন্দ্র চাহাল (ভারত)
৮. বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার-কুলদীপ যাদব (ভারত)
৯. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা বোলিং পারফরম্যান্স-রশিদ খান (আফগানিস্তান)
১০. অ্যাসোসিয়েটদের মাঝে বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্স-কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)
আরএম/