পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড সভা আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা ৩০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে পাওয়া তথ্য জানা গেছে, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
আজকের বাজার:এলকে/এলকে/৩১ মে ২০১৭