স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ৫০০ কোটি টাকার নন কনভারটিবল সাব অর্ডিনেট বন্ড এর প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন –বিএসইসি।

বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

আরো জানা যায়, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। আর শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং উচ্চ সম্পদধারী ব্যাক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডটি কিনতে পারবেন। বন্ডটির প্রতি ইউনিট অভিহিত মূল্য এক কোটি টাকা।বন্ডের এবং  মেন্ডেটেড জয়েন্ট অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে সিটি ব্যাংক ক্যাটপটাল রিসোসেস লিমিটেড, এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

উল্লেখ্য, বন্ডটি  ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান  থেকে অর্থ উত্তোলন করে ব্যাংকটি Tier II Capital Base শক্তিশালী করবে।

 

আজকের বাজার/মিথিলা