স্ট্রাসবুর্গ ক্রিসমাস মার্কেটে হামলা চালানো বন্দুকধারী নিহত

ফ্রান্সের স্ট্রাসবুর্গের একটি ক্রিসমাস মার্কেটে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করা বন্দুকধারী বৃহস্পতিবার ফরাসি পুলিশের গুলিতে নিহত হয়েছে।

এদিকে ইসলামিক স্টেট জিহাদি গ্রুপ তাকে তাদের অন্যতম ‘যোদ্ধা’ হিসেবে দাবি করেছে।

মঙ্গলবার রাতে ওই মাকের্টে রক্তক্ষয়ী হামলার পর থেকেই ফরাসি নিরাপত্তা বাহিনীর ৭ শতাধিক সদস্য ২৯ বছর বয়সী চেরিফ চেকাট গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফি কাস্টেনার বলেন, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ নগরীর নিউদর্ফের রাস্তায় ঘুরে বেড়ানোর সময় পুলিশ চেকাটকে ধরে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে তাদেরকে লক্ষ্যকরে গুলি করতে থাকে।

কাস্টেনার বলেন, ‘এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে এ হামলাকারী নিহত হয়।’

সূত্র জানায়, চেকাটকে যে স্থানে গুলি করা হয় পুলিশ সে স্থানটি ঘিরে রেখেছে। সেখানে জড়ো হওয়া লোকজনকে পুলিশের এ কাজের প্রশংসা করতে দেখা যায়।

এদিকে ইসলামিক স্টেট গ্রুপের প্রচারণা গ্রুপ মঙ্গলবারের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তথ্য-বাসস

আজকের বাজার/এমএইচ