স্ট্রেটেজিক গ্রুপের হেড অফ আইটি শরীয়তুল্লাহ প্রিন্সের মা, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় এলাকার বাসিন্দা সাহেরা বেগম (৬৫) আর নেই। গতকাল সোমবার রাজধানীর মগবাজারের ছেলের বাসায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাহারা বেগম স্বামী, দুই ছেলে এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মগবাজারে নয়াটোলায় চেয়ারম্যান গলি জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল বাদ মাগরিব সাহেরা বেগমের প্রথম জানাজা হয়। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে মাহমুদপুর কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।