স্তন ক্যান্সারে চিকিৎসাধীন বাশার আল-আসাদের স্ত্রীর সফল অস্ত্রোপচার

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে। গত বছরে শেষ থেকে তার স্তন ক্যান্সারের চিকিৎসা চলছিল।

খুবই প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার নির্ণয় করার পর থেকে তার চিকিৎসা শুরু হয়। তার শরীর থেকে ক্যান্সার আক্রান্ত টিউমার ফেলে দেয়ার জন্য দামেস্ক সামরিক হাসপাতালে এ অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে বলে প্রেসিডেন্ট আসাদের টুইটার বার্তায় জানান হয়।

গত বছরের আগস্টে প্রেসিডেন্ট আসাদের টুইটার বার্তায় আসমার দেহে ক্যান্সার শনাক্ত করার খবর প্রথম দেয়া হয়েছিল। বার্তায় ক্যান্সার খুবই প্রাথমিক অবস্থায় ধরা পড়েছে বলেও তখন উল্লেখ করা হয়। সিরিয়ার জনগণ সাহসিকতার সঙ্গে দুঃসময় মোকাবেলা করছে এবং তাদের দৃঢ়তা তাকে ক্যান্সার মোকাবেলায় সাহস যুগিয়েছে বলে সে সময় পৃথক খবরে মন্তব্য করেছিলেন আসমা আসাদ।

আজকের বাজার/এমএইচ