নাটোরে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর বিষ পানে আত্মহত্যা করেছেন স্বামী হাসান আলী। বুধবার দুপুরে জেলার সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে কৃষক হাসান আলী সকালে দা দিয়ে তার স্ত্রী রাশিদা বেগম রাসুকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা গিয়ে রাশিদাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাশিদার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে দুপুরে এলাকার একটি শিমুল বাগানে স্বামী হাসান আলীকে বিষের বোতলসহ অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান