স্ত্রীকে হারাচ্ছেন ভারতীয় ক্রিকেটার সামি

চকচকে দোতলা বাড়ির বিনিময়ে ও শেষরক্ষা হলো না। অবশেষে স্ত্রীকে হারাতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি।মাত্র চার মাস আগে স্ত্রী হাসিন জাহানকে ভালোবেসে একটি চকচকে দোতলা বাড়ি কিনে দিয়েছেন  এই ভারতীয় ক্রিকেটার।

বাড়িটির আগের মালিক মোহাম্মদ রানা বলেন, গত নভেম্বরে এই বাড়ি বিক্রি হয়। হাসিনের নামেই রেজিস্ট্রি হয়। তবে বাড়ির দাম মেটানো হয় চেকে, সামির ব্যাংক অ্যাকাউন্ট থেকে। অক্টোবর মাসে হাসিন সামিকে সঙ্গে নিয়ে সিউড়ি এসে বাড়িটি পছন্দ করে কেনার সিদ্ধান্ত নেন। ওই সময়েই সামির সঙ্গে আমার আলাপ। তিনি খুব ঠাণ্ডা মাথার ভালো মানুষ

কিন্তু চার মাসের মাথায় স্বামী-স্ত্রী দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। যার জেরে স্ত্রী-সন্তানই শুধু নয়, নিজের ক্যারিয়ারও ভেসে যাচ্ছে সামির।

আজকের বাজার/ আরজেড