স্ত্রীর জন্য…

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ছবির শুটিংয়ের ফাঁকে সময় পেলেই পরিবারকে সময় দিতে ভালোবাসেন। কখনো স্ত্রী, ছেলেমেয়েকে নিয়ে ছবি দেখতে যান, কখনো যান রেস্তোরাঁয়। রোববার সকালে স্ত্রীকে নিয়ে খানিকটা সময় কাটিয়েছেন তিনি।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, টুইঙ্কল খান্নাকে অটোতে বসিয়ে চালকের আসনে বসেছিলেন তিনি। শুধুমাত্র চালকের আসনে বসেই থেমে যাননি অক্ষয়, সেটি চালিয়ে স্ত্রীকে কিছুটা পথ ঘুরিয়েছেনও তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছেন টুইঙ্কল।

কেশরী ছবি নিয়ে এখন বেশ ব্যস্ত সময় পাড় করছেন অক্ষয়। এ ছবিতে পরিনীতি চোপড়ার বিপরীতে দেখা যাবে তাকে।

এস/