রাজধানীর কদমতলীর খোরশেদ আলী সরদার রোডে একটি বাসায় স্বামী মহিন ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রী সুমি আক্তারের (২৮) পায়ের রগ কেটে দিয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন। আহত সুমিকে শ্যামলীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে আহত গৃহবধূ সুমির পিতা জাকির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন । সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সুমির পিতা জাকির হোসেন জানান, মহিনকে গত ৫ বছর আগে তার মেয়ে ভালবেসে বিয়ে করে। বিয়ের কিছুদিন তার মেয়ে সুমি ভালো ছিল। পরে তার স্বামী মহিন মাদক আশক্ত হয়ে পরে। মাদকসহ নানা কারণে ঘুমন্ত অবস্থায় রাতে সুমির বাম পায়ে গোড়ালির উপরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে ফেলে। পরে তার স্বামী মহিন পালিয়ে যায়। সুমিদের বাসার পাশেই থাকে জাকির হোসেন। ঘটনার সময় মেয়ের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি আরও বলেন, মেয়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চায় টাকা না দেওয়ার কারণে তাকে হত্যা করার চেষ্টা করে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, বিস্তারিত খোজ খবর নেয়া হচ্ছে।
এমআর/