স্ত্রীর দায়েরকৃত মামলায় যশোরের সরকারি মাইকেল মধুসূদন(এম এম)কলেজের বাংলা প্রভাষক মারফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ গত ২৯ জানুয়ারি এই আদেশ জারি করেন। গত ১৩ জুন ২০১৯ সাল থেকে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে জানানো হয়।
গত ১৮ মার্চ ২০১৯ তার স্ত্রী কেয়া খাতুন মণিরামপুর থানায় নারী নি্যাতন মামলা করেন। একই সাথে তিনি যৌতুকবিরোধী আইনে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন। স্ত্রীর দায়েরকৃতে এসব মামলার কারনে প্রভাষক মারফুজ্জামানকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়। সরকারি এমএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন জানান, প্রভাষক মারফুজ্জামানকে শিক্ষা মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান