স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছে ভারতের উত্তর ২৪ পরগনার হাবড়ার মছলন্দপুর-১ নম্বর পঞ্চায়েতের বিশ্বাসহাটি এলাকার জখম শেখর।
সোমবার বিকালে শেখর স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে।এমন অবস্থায় শেখরকে মছলপুর ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে জেনারেল হাসপাতালে নেয়া হয়।বর্তমানের তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।
শনিবারা বিকাল থেকে মেয়ে পূজা ও মা দেবনাথকে দেখতে না পেয়ে সোমবার বিকালে শেখর জখমের কাছে মা- মেয়ের বিষয়ে জানতে চান প্রতিবেশীরা।উত্তরে শেখর আমতা আমতা করলে সন্দেহ করে তারা। ঠিক তখনই ঘরে ঢুকে আত্মহত্যার চেষ্টা করে শেখর।এমন অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। পরে শেখর সব কিছু খুলে বললে পুলিশকে খবর দেয়া হয়।
আজকের বাজার/আরজেড