স্ত্রীর করা নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রী অর্নির অভিযোগের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ অভিনেতাকে কোর্টে চালান করা হয়েছে আজ। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান এ তথ্য জানান।
মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালতে অর্নি বাদী হয়ে মামলা করেন। সে মামলা বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
জানা গেছে, সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজমের আদালতে হাজির করা হয় আসিফকে। তার আইনজীবীরা জামিনের বিষয়ে আবেদন করেছেন।
আসিফ-অর্নির সংসারে এক সন্তান রয়েছে। অর্নি কানাডায় নার্সিং পেশার সঙ্গে জড়িত। আসিফের সঙ্গে কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির পরিচয় হয়েছিল তার এক বন্ধুর মাধ্যমে।
এস/