স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন ফরিদপুরে

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর মীর (৩৪) ফরিদপুর সদরের বঙ্গেশ্বর্দী গ্রামের বাসিন্দা।

নিহত হাসি বেগম (২৮) বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আবু মৃধার মেয়ে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২০ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাসিকে মারধর করেন জাহাঙ্গীর। এক পর্যায়ে হাসির মৃত্যু হলে জাহাঙ্গীর তার গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় বঙ্গেশ্বর্দী গ্রামের দফাদার আয়নাল মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।