কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার, ১৪ মার্চ কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এবিএম মাহমুদুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মিরপুর উপজেলার কবরবাড়িয়া গ্রামের শের আলী মালিথার ছেলে রুবেল মালিথা ওরফে প্রেম।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ০২ মার্চ রাতে রুবেল মালিথা তার স্ত্রী কুমকুমিকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের বারান্দায় ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুস জামাই রুবেল মালিথাকে আসামি করে মিরপুর থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক তার ফাঁসির আদেশ দেন। পরে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।
আরএম/