স্থগিতাদেশ প্রত্যাহারঃ বিডি অটোকার্স ও লিগ্যাসি ফুটওয়্যার লেনদেন শুরু বুধবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ট্রেড সাসপেন্ড প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি ২টি হচ্ছে- লিগাসি ফুটওয়ার এবং বিডি অটোকার্স লিমিটেড। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। বাকি ১টি কোম্পানি মুন্নু স্টাফলার্সকে অধিকতর তদন্তের জন্য আরও ১৫ দিন ট্রেড সাসপেন্ড রাখার সিদ্ধান্ত হয়েছে।

ট্রেড সাসপেন্ড প্রত্যাহার হওয়া কোম্পানি ২টিকে স্পট মার্কেটে লেনদেন করানোর সিদ্ধান্ত হয়েছে। বিএসইসি বলছে, স্পটে লেনদেন হবে বলেই কোম্পানি ২টির ফাইন্যান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বিএসইসি আরও বলছে, কোম্পানি ২টি লভ্যাংশ ঘোষণা ও দাখিলকৃত তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ আগস্ট তালিকাভুক্ত ৩ কোম্পানিকে ৩০ দিনের জন্য ট্রেড সাসপ্ডে করে বিএসইসি। এর পর আরও ১৫ দিন ট্রেড সাসপেন্ডের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

আর আজ নতুন সিদ্ধান্তে ২ কোম্পানির ওপর থেকে ট্রেড সাসপেন্ড প্রত্যাহার হলেও মুন্নু স্টাফলার্সকে আরও ১৫ দিন ট্রেড সাসপেন্ড রাখলো বিএসইসি