পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ কেবলসের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে কোম্পানিটির এজিএম স্থগিত করা
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির এজিএম গত ৩০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।
গত ২৮ জুন উচ্চ আদালত থেকে এজিএম স্থগিতের নির্দেশ দেওয়া হয়।
আরএম/