‘স্থগিত’ রংপুর-কুমিল্লার ম্যাচ সোমবার সন্ধ্যায়

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত শনিবার থেকেই কখনো হালকা আবার কখনো মুসলধারে বৃষ্টি ঝরছে। এ অবস্থায় গতকাল রোববার ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি বৃষ্টির কবলে পড়ে।

খেলা শুরু হওয়ার ৩৫ মিনিট পর যে বৃষ্টি শুরু হয় তা টিকে প্রায় পৌনে তিন ঘন্টা। রাত নয়টার কিছু আগে থেমে যায় বৃষ্টি। ৫ ওভার পর্যন্ত খেলা হলেও সেই সিদ্ধান্ত আসার কথা রাত সাড়ে নয়টার আগে। অর্থ্যাৎ কাট আউট টাইম রাত সাড়ে নয়টা।

বিপিএল গভর্নিং কাউন্সিল হঠাৎ তাদেরকে সিদ্ধান্ত জানায়, দুই ঘন্টা বাড়িয়ে দেয়া হয়েছে কাট অফ টাইম। আর এই সিদ্ধান্তে রংপুর রাজী হলেও আপত্তি জানায় কুমিল্লা। কোনোভাবেই এ সিদ্ধান্ত মানবে না তারা। কারণ ১২ ম্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা। বাইলজ অনুযায়ী শীর্ষ দল চলে যাবে ফাইনালে এবং কেবলমাত্র ফাইনালে রিজার্ভ ডে আছে। কিন্তু দুই ঘন্টা বাড়তি সময়ের কথা কোথাও লিখা নেই।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ায় কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা। সেখানে ছিলেন একাধিক বিসিবির কর্মকর্তাও। রংপুর খেলতে রাজী হয়ে মাঠে নেমে ফিল্ডিং অনুশীলন করলেও কুমিল্লার খেলোয়াড়রা ছিলেন ডাগ আউট ও ড্রেসিং রুমে। তাদের খেলার কোনো ইচ্ছে ছিল না তা শারীরিক ভাষাতেও বোঝা যাচ্ছিল।

শেষ পর্যন্ত রাত ১০টা ১০ মিনিটে বিসিবির গ্রাউন্স কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন ঘোষণা দেন, আজকের ম্যাচ ‘স্থগিত’।

দীর্ঘ নাটক ও উত্তেজনার পর সিদ্ধান্ত হয়, বিপিএলের দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ আজ সোমবার একই জায়গা থেকে শুরু হবে। অর্থ্যাৎ টস হেরে ব্যাটিং করতে নেমে রংপুর করেছিল ৭ ওভারে ৫৫ রান।

সেখান থেকেই আবার শুরু হবে ম্যাচ। দর্শকদের জন্যও সুখবর। গতকালকের টিকেটেই আজকের ম্যাচ দেখতে পারবেন তারা।

আজকের বাজার:এলকে/এলকে ১১ ডিসেম্বর ২০১৭