আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বার কাউন্সিল ঘোষিত ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আলোচনা সাপেক্ষে দ্রুত পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।
রোববার বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষা স্থগিতের বিষয়ে আজ রাতেই বার কাউন্সিলের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান মোখলেছুর রহমান বাদল।
এর আগে ২৭ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষার নেয়ার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান