স্থগিত হয়েছে প্রাইম ফাইন্যান্সের পর্ষদ সভা

পুঁজিবাজারে তালিকভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটি অনিবার্য কারণে পর্ষদ সভা স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি পর্ষদ সভার নতুন তারিখ ও সময় পরে জানাবে। এর আগে কোম্পানিটি আজ বিকেল সাড়ে ৩টায় সভা করার ঘোষণা দিয়েছিল।

জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করতে পারে কোম্পানিটি।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।

আরএম/