স্থলবন্দরগুলো আধুনিকায়ন হচ্ছে: নৌপরিবহন মন্ত্রী

দেশের সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ ও আধুনিকীকরণের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

রোববার রাজধানীর সোনারগা হোটেলে ‘এড্রেসিং ল্যান্ড পোর্ট ইস্যুজ ফর বেটার ইন্দো-বাংলা ট্রেড’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্ডিয়া- বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দিনব্যাপি এ সেমিনারের আয়োজন করে।

চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের বাংলাদেশ নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার আদর্শ সাইকা, ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার তারিক করিম, চেম্বারের সহ- সভাপতি শোয়েব চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

শাজাহান খান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য ২০৩০ সালের মধ্যে সকল স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ ও আধুনিকীকরণের লক্ষ্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।খবর: বাসস।

স্থল, নৌ ও সমুদ্র বন্দরগুলোর উন্নয়ন এবং গতিশীল করার মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ২০০১ সালে ১২ টি স্থল বন্দরের গেজেট করে। এর মধ্যে দুটি সচল ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১২ টি থেকে ২৩ টি স্থলবন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে ৯ টি চালু করা হয়েছে।

আরজেড