স্থানীয় নির্বাচনে সেনা মোতায়নের প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শনে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
স্থানীয় নির্বাচনে বিএনপি সেনামোতায়নের যে দাবি করেছে তার প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন,স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক।স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক বলেই নির্বাচন কমিশন তা নাকচ করেছেন।
আজকের বাজার/আরজেড