স্থানীয় মার্কেটের জন্য জুতো উৎপাদন করবে লিগ্যাসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড স্থানীয় মার্কেটের জন্য জুতো উৎপাদন করবে। এ জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ইউনিট-২ ওপেন করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই প্রকল্পের জন্য পরিচালনা পর্ষদ উদ্যোক্তা পরিচালকদের কাছ থেকে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটি এ কারণে গাজীপুরের মৌচাকে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ২৫ মার্চ দুপুর ১২টায় কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।

এছাড়া কোম্পানিটি আরও সিদ্ধান্ত নিয়েছে গ্লোবাল সুজ লিমিটেডকে সহযোগী হিসাবে রাখার জন্য। গ্লোবাল সুজ কনসোর্টিয়াম বিনিয়োগের জন্য অনুসন্ধান করবে। ইউনিট-২ স্থাপনের জন্য কোম্পানিটির ২৭ কোটি টাকা ব্যয় হবে।

কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা ১১ কোটি টাকা বিনিয়োগের জন্য অনুমতি দিয়েছে।

লিগ্যাসি ফুটওয়্যারের ইউনিট-২ স্থাপনের জন্য ২৮ কোটি টাকা বরাদ্দ করা হবে। আর বর্তমান ইউনিট আপগ্রেডের জন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হবে।

উল্লেখিত সিদ্ধান্তগুলো কোম্পানির আসন্ন ইজিএমে উত্থাপন করা হবে।

আরএম/