দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও ওয়ার্ডসহ ১৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ফরিদপুর, গাজীপুর, পটুয়াখালীসহ ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ৭২টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন, সাতটি পৌরসভায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং খুলনা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি করে সাধারণ ওয়ার্ডের নির্বাচন হচ্ছে।
টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়নে গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ১ জন নিহত হলেও বাকি নির্বাচনী এলাকাগুলোতে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা।
আজকের বাজার/আরজেড